সুচিপত্র
নতুন বিকাশ খোলা একেবারে সহজ…।এখন রবি বাংলালিংক এয়ারটেল টেলিটক ও গ্রামিণফোন সকল সিম এর গ্রাহকরা নিজের ফোন থেকে বিকাশ একাউন্ট খুলতে পারবেন একেবারে সহজে। এই পোস্টটি পরে আপনে জানতে পারবেন ঘরে বসে মোবাইল ফোন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম ।
পোস্টটি পরে আপনে সহজে বিকাশ একাউন্ট খুলে পেলতে পারবেন আপনার হাতে থাকা এন্ড্রয়েড ফোনটি দিয়ে একবারে সহজে মাত্র পাঁচ মিনিটে মধ্যে, এবং তার সাথে পেয়ে যাবেন বিকাশ নতুন একাউন্ট খোলার অফার সমূহ, পোস্টটি শেষ পর্যন্ত পরলে সব কিছু বিস্তারিত জেনে যাবেন।
বিকাশ হল বাংলা দেশর মধ্যে সবচেয়ে বড়ো মোবাইল ব্যাংকিং। আপনে যদি বিকাশ একাউন্ট খুলেন তাহলে অনেক কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে। যেমন বিদ্যুৎ বিল দিতে পারবেন খুব সহজে, আপনাকে আর কষ্ট করে ব্যাংকে গিয়ে বিদ্যুৎ বিল দেওয়া লাগবে না। ট্রেন বাস পেলেন এর টিকেট কাটতে পারবেন কষ্ট করে আর ঘন্টার পর ঘন্টা লাইলে দাড়িয়ে থকা লাগবে না। চলুন তাহলে শুরু করি বিকাশ একাউন্ট খোলার নিয়ম ।
বিকাশ একাউন্ট খোলার নিয়ম জানার আগে যে সমস্ত কাগজ পত্র লাগবে সেগুলো জেনে নিন
- একটা এন্ড্রয়েড ফোন লাগবে।
- আপনার এন আইডি কার্ড লাগবে।
- আপনার নিজের আইডি কার্ড অথবা আপনার পরিচিত কারো আইডি কার্ড দিয়ে রেজিষ্ট্রেশন করা একটা ফোন নাম্বার। ফোন নাম্বার যদি আপনার বা আপনার পরিচিত কারো আইডি কার্ড দিয়ে রেজিষ্ট্রেশন করা না থাকে তালে সিম যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন সিম আর তুলতে পারবেন না। সিম তুলতে না পারলে বিকাশ একাউন্ট ব্যবহার করতে পারবেন না।।
PLAY STORE থেকে আপনার ফোনে বিকাশ অ্যাপটি নিয়ে ঘরে বসে একাউন্ট খোল নিন ।
নিচের কয়েকটি ধাপ অনুসরন করে
১। লগইন / রেজিস্ট্রেশন ট্যাপ করুন ।
২। রেজিস্ট্রেশন করার জন্য আপনার মোবাইল নাম্বার টি দিয়ে পরবর্তি (ক্লিক) ধাপে যান।
৩।আপনার মোবাইল নাম্বারটি যে অপারেটরের ওটা সিলেক্ট করুন।
৪। আপনার মোবাইল নাম্বারে এসএমএস এ একটি কোড আসবে কোডটি ভেরিফিকেশন কোড এ দিন তারপর কনফার্ম (ক্লিক) করুন।
৫। বিকাশের নিয়ম ও শর্ত সমূহ পড়ে আমার সম্মতি আছে এখানে ক্লিক করুন।
৬। আপনার NID কার্ডের ছবি তোলর জন্য NID এর ছবি তুলুন এ ক্লিক করুন।
৭। আপনার NID কার্ডের সামনে আংশ সোজা করে ধরি ছবি তুলুন ।
৮। আপনার NID কার্ডের ছবি স্পষ্ট কিনা ভালো করে দেখুন, তারপর ছবি স্পষ্ট হলে সাভমিট বাটনে ক্লিক করুন। স্পষ্ট না হলে আবার তুলুন। বাটনে ক্লিক করে ছবি আবার তুলুন।
৯। এবার আপনার NID কার্ডের পেছনের অংশটি সোজা করে ধরে ছবি তুলুন।
১০। ছবি স্পষ্ট উঠছে কিনা দেখে সাবমিট করুন।ছবি ক্লিয়ার না উটলে আবার তুলুন বাটনে ক্লিক করুন।
১১ আপনার Nid কার্ড এর সকল তথ্য ঠিক আছে কিনা দেখুন তারপর পরবর্তী ধাপে ক্লিক করুন।
১২. স্ক্রিনে আসা তথ্য গুলো সঠিক ভাবে পূরণ করুন তারপর পরবর্তী ধাপে যান।
১৩. আলোর মধ্যে আপনার ছবি তুলুন ছবি যখন তুলবেন তখন আপনি আলোর মধ্যে থাকতে হবে না হলে ছবি ভালো আসবে না। ছবি যখন তুলবেন তখন আপনার চেহারা গোল আকারের বৃত্তের মধ্যে থাকতে হবে।
আপনার চেহারা গোল বৃত্ত বরাবর এনে কিছুক্ষণ অপেক্ষা করুন।
১৪. আপনার চেহারা গোল বৃত্ত বরাবর এনে কিছুক্ষণ অপেক্ষা করুন নিজে নিজে ছবি তুলে নিবে।
১৫. এ পর্যন্ত আপনি যে সমস্ত ধাপ গুলো পূরণ করছেন যে সমস্ত তথ্য গুলো দিয়েছেন সব ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য নিশ্চিত করুন এ ক্লিক করুন।
নিশ্চিত করার পর ৪৮ ঘন্টা সময় নিবে বা তার ও কম সময় নিবে, আপনার তথ্য গুলো ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য।
১৬. আপনার তথ্য গুলো চেক করে বিকাশ থেকে কনফর্মেশন মেসেজ পাঠিয়ে আপনাকে জানিয়ে দিবে মেসেজ পাওয়ার পর আপনার বিকাশ অ্যাপে লগইন করুন।
১৭. লগইন / রেজিষ্ট্রেশন বাটনে ক্লিক করুন।
১৮. আপনি যে নাম্বারে বিকাশ একাউন্ট খুলছেন ঐ নাম্বার টা দিন তার পর পরবর্তী ধাপে যান।
১৯. আপনার বিকাশ নাম্বার টা যে কোম্পানির ওটা সিলেক্ট করুন এখানে এয়ার টেল, রবি,বাংলালিংক, গ্রারামীনন ও টেলিটক এ পাঁচ টি অপারেটর এর নাম দেওয়া থাকবে আপনি আপনার টা সিলেক্ট করুন।
২০. আপনার নাম্বারে একটা কোড আসবে কোডটি দিন কোড টি এস এম এস এ আসবে।
২১ আপনার বিকাশ একাউন্টে নতুন পিন সেট করুন, পিনটি একটু কঠিন করে দিবেন যাতে কেউ সহজে মা জানতে পারে।
২২. বিকাশ একাউন্ট খোলার নিয়ম এর গুরুত্বপূর্ণ ধাপ আপনার নতুন পিন যেমন হবে
- আপনার পছন্দ মতে ৫টি সংখ্যা দিন যা আপনি মনে রাখতে পারবেন
- ১২৩৪৫ এইরকম ধারাবাহিক কোন সংখ্যা কখনো দিবেন না
- ১১১ এইরকম এক সংখ্যা দিতে পারবেন না
- আপনে আগে ব্যবহার করছে এমন কোন পিন দিবেন না
- ০ (জিরু) দিয়ে শুরু হয় এমন কোন সংখ্যা দিবেন না।
২৩. আপনার বিকাশ একাউন্টের নতুন পিন টা দুইবার দিতে হবে (নতুন বিকাশ পিন) এখানে একবার দিন। (নতুন বিকাশ পিন কনফার্ম) করুন এখানে আবার দিবেন তার পর নিছে কনফার্ম করুন বাটনে ক্লিক করুন।
২৪. আপনার বিকাশ একাউন্ট হয়ে গেছে বিকাশ একাউন্ট নাম্বার আর বিকাশ পিন নাম্বার দিয়ে লগইন করুন। মনে রাখবেন আপনার পিন নাম্বার টা যাতে কেউ সহজে না জানে গোপনীয়তা বজায় রাখবেন। নিচে ২৪ নং চিত্রতে দেখিয়ে দেওয়া হয়েছে।
২৫. আপনার নাম দিবেন প্রথমে নামের প্রথম অংশ যেমন Abdur তার পর নামের শেষ অংশ দিবেন যেমন Rahman
২৬. এখন আপনার প্রোফাইল পিকচার দিন (+) চিহ্নের উপর হালকা করে ট্যাপ করুন আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে আপনার পছন্দ মত পিক বেচে দিন।
২৭. আপনার বিকাশ একাউন্ট সম্পূর্ণ ভাবে খোলা হয়েছে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী লেনদেন করুন।
বিকাশ অফিস বা এজেন্টের মাধ্যমে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
আপনে যদি বিকাশ একাউন্ট খোলার নিয়ম না জানেন, বা আপনার কাছে যদি ঝামেলা মনে হয়, তা হলে আপনি আপনার নিকট বর্তী কোন বিকাশ অফিস বা বিকাশ এর দোকানে গিয়ে একাউন্ট খোলে নিতে পারেন। এজেন্টে বা অফিসে গিয়ে যদি বিকাশ একাউন্ট খুলেন তাহলে যে সমস্ত কাগজ পত্র লাগবে তা হলো
- আপনার পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগবে।
- আপনার NIDNID কার্ড এর ফটোকপি লাগবে এক কপি
- যে সিম দিয়ে কোন বিকাশ একাউন্ট খোলা হয়নি এমন একটা সিম কার্ড
- একটা মোবাইল ফোন
উপরের এই সমস্ত কাগজ পত্র নিয়ে আপনার নিকট বর্তী বিকাশ অফিস বা বিকাশ এজেন্টের কাছে গিয়ে বিকাশ একাউন্ট খুলে নিন ।
নিজে নিজে যদি বিকাশ একাউন্ট খোলার নিয়ম না জানলে তাহলে আপনি আপনার মোবাইল আর Nid কার্ড এর মূল কপি নিয়ে আপনার নিকট বর্তী বিকাশ এর দোকানে গিয়ে বিকাশ একাউন্ট খুলে দিতে বলুন দোকানদার খুলে দিবে।
বিকাশ একাউন্ট এর মাধ্যমে যে সমস্ত সেবাসমূহ পাবেন ।
১. ক্যাশ ইন
ক্যাশ ইন করতে পারবেন, কেশইন হলো অন্য কোন বিকাশ একাউন্ট থেকে আপনার একাউন্ট এ টাকা আনতে পারবেন।
২ ক্যাশ আউট
ক্যাশ আউট করতে পারবেন, কেশ আউট হলো আপনি আপনার একাউন্ট থেকে টাকা তুলতে পারবেন (হাতে ক্যাশ নিতে পারবেন)
৩. সেন মানি
সেন মানি করতে পারবেন, সেন মানি হলো আপনি আপনার একাউন্ট থেকে অন্য কোন পার্সনাল একাউন্ট এ টাকা পাঠাতে পারবেন
৪. মোবাইল রিচার্জ
মোবাইল রিচার্জ করতে পারবেন, রবি, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ, টলিটক প্রত্যেক সিমে রিচার্জ করতে পারবেন। প্রত্যেক সিমে এমবি কিনতে পারবেন।
৫ পে বিল
বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, ইন্টারনেট বিল,টেলিফোনে বিল,টিভি বিল, ক্রেডিট কার্ড বিল, সরকারি ফি ইত্যাদি সব কিছুর বিল দিতে পারবেন
৬. এডুকেশন ফি
এডুকেশন ফি ( সরকারি বে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ফি) দিতে পারবেন যেমন ইস্কুল, কেলেজ ইউনিভার্সিটি, ট্রেনিং সব কিছুর ফি দিতে পারবেন
৭. পেমেন্ট
পেমেন্ট করতে পারবেন, অনলাইন থেকে যা কিছু কিনেন সব কিছুতেই নির্দ্বিধায় বিকাশ থেকে পেমেন্ট করতে পারবেন। অফলাইনে ও পেমেন্ট করতে পারবেন।
৮. রেমিটেন্স
রেমিটেন্স এখনতো পেওনিয়ার থেকে ও বিকাশে টাকা আনা যায় যারা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য সব চেয়ে সু খবর খুব সহজেই টাকা আনতে পারবেন কোন ঝামেলা ছাড়াই
৯.লোন
বিকাশ একাউন্ট থেকে লোন দিতে পারবেন। লোন নেওয়ার জন্য বিকাশে কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে সে গুলো অনুসরন করে বিকাশ থেকে লোন নিতে পারবেন।
১০. ট্রান্সফার মানি
ট্রান্সফার মানি করতে পারবেন। ট্রান্সফার মানি হচ্ছে আপনি বিকাশ থেকে ব্যাংক একাউন্ট এ টাকা ট্রান্সফার করতে পারবেন। যে সমস্ত ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে পারবেন ১.সোনালী ব্যাংক ২. অগ্রণী ব্যাংক, ৩. ব্রাক ব্যাংক, ৪. সিটি ব্যাংক, ৫. কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, ৬.ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ৭. ঢাকা ব্যাংক,৮. আইএফআইসি ব্যাংক লিমিটেড এ সমস্ত ব্যাংক একাউন্ট গুলোতে টাকা পাঠাতে পারবেন।
১১. বিকাশ আ্যাড মানি।
বিকাশ আ্যাড মানি হচ্ছে আপনে আপনার ব্যাংক একাউন্ট থেকে বিকাশ একাউন্টে টাকা আনতে পারবেন। আপনার বিসা কার্ড অথবা মাস্টার কার্ড থেকে টাকা আনতে পারবেন। যে সমস্ত ব্যাংক একাউন্ট থেকে বিকাশে টাকা আনতে পারবেন।
১. এবি ব্যাংক লিমিটেড ২. অগ্রণী ব্যাংক ৩. ঢাকা ব্যাংক লিমিটেড ৪. কমিউনিটি ব্যাংক বাংলাদেশ ৫. আই এফ আইসি ব্যাংক লিমিটেড ৬. সোনালী ব্যাংক
ইন্টারনেট ব্যাংকিং
১. ব্যাংক এশিয়া ২. সিটি ব্যাংক ৩. বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ৪. কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড ৫. ব্রাক ব্যাংক ৬. ঢাকা ব্যাংক ৭. ইস্টার্ন ব্যাংক লিমিটেড ৮. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ৯. এক্সিম ব্যাংক ১০. ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড ১১. যমুনা ব্যাংক ১২. মেঘনা ব্যাংক লিমিটেড ১৩. মিডল্যান্ড ব্যংক ১৪. মধুমতি ব্যাংক লিমিটেড ১৫. মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ১৬. এন সিসি ব্যাংক ১৭. এন আরবিসি ব্যাংক ১৮ এন আরবি ব্যাংক লিমিটেড ১৯.ন্যাশনাল ব্যাংক লিমিটেড ২০. পদ্মা ব্যাংক লিমিটেড ২১. প্রাইম ব্যাংক লিমিটেড ২২. পূবালী ব্যাংক লিমিটেড ২৩. রাজশাহীর কৃষি উন্নয়ন ব্যাংক ২৪. সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক ২৫. শাহ জালাল ইসলামি ব্যাংক লিমিটেড ২৬.সোশ্যাল ইসলামি ব্যাংক ২৭. সাউথইস্ট ব্যাংক লিমিটেড ২৮. স্টান্ডর্ড চার্টার্ড ব্যাংক ২৯ সীমান্ত ব্যাংক লিমিটেড ৩০. স্ট্যান্ডর্ড ব্যাংক লিমিটেড ৩১. ট্রাস্ট ব্যাংক লিমিটেড ৩২. ইউনিয়ন ব্যাংক লিমিটেড
বিকাশ একাউন্ট খোলা নিয়ে সকলের কিছু কমন প্রশ্ন
১ম প্রশ্ন. এক সিমে কয়টা বিকাশ একাউন্ট খোলা যায়?
উত্তর : একটি সিম কার্ড দিয়ে সর্বোচ্চ আপনি একটি বিকাশ একাউন্ট খোলাতে পারবেন, একটির বেশি খুলতে পারবেন না।
২য় প্রশ্ন. একটি এন ভোটার আইডি কার্ড দিয়ে কয়টা বিকাশ একাউন্ট খোলা যায়?
উত্তর: একটি Nid কার্ড দিয়ে আপনি একটির বেশি বিকাশ একাউন্ট খোলাতে পারবেন না।
৩য় প্রশ্ন. অনেকে প্রশ্ন করেন সিম হারিয়ে গেল বা সিম নষ্ট হয়ে গেলে যদি সিম না তুলতে পারি তাহলে কি ঐ সিমে থাকা বিকাশ একাউন্ট টা কি আর পিরে পাবোনা?
উত্তর: যদি সিম তুলতে পারেন তাহলে বিকাশ একাউন্ট টি আবার আগের মতো করে ব্যবহার করতে পারবেন। আর যদি কোন ভাবে সিম তুলতে সম্ভব হচ্ছে না তাহলে আপনার বিকাশ একাউন্ট খোলার সকল ডকুমেন্ট নিয়ে বিকাশের অফিসে গিয়ে যোগাযোগ করুন হয়তো
৪র্থ প্রশ্ন : বিকাশের কোড কি?
উত্তর: বিকাশের কোড হল, *247# অর্থাৎ *247# দিয়ে আপনি আপনার বিকাশ একাউন্টে লগইন করতে পারবেন, অফলাইনে আর অনলাইনেতো বিকাশ অ্যাপ আছেই।
৫ম প্রশ্ন. অনেকে জিজ্ঞেস করে বিকাশ অ্যাপ দিয়ে ইনকাম কারা যাবে কি-না? অর্থাৎ বিকাশ অ্যাপ দিয়ে টাকা কামানোর কোন উপায় আছে কি?
উত্তর : উপায় আছে তবে আপনে বিকাশ অফিসে যোগাযোগ করে বা বিকাশের সাথে লাইভ চেট করে বিস্তারিত জেনে নিন।
বিকাশ একাউন্ট খোলার অফার
নতুন বিকাশ একাউন্টে ২০০ টাকা ওয়েলকাম অফার আছে। আপনে একাউন্ট খোলার পর যদি একাউন্টে নিয়মিত লেনদে করেন তাহলে আপনাকে ওয়েলকাম বনাস দিবে ২০০ টা তবে এই দুইশত টাকা আপনাকে এক বারে দিবে না ২০০ টাকা তারা আপনাকে ৮ সাপ্তাহে দিবে, যদি আপনে লেনদেন ঠিক ঠাক মতে করেন আপনে লেনদেন ঠিক ঠাক মতে না করলে আপনে ২০০ টাকা বনাস পাবেন না। আপনে প্রথম বার অ্যাপে লগইন করলে ২০ টাকা বনাস পাবেন। আর প্রথম সাপ্তাহ তিনবার যদি অ্যাপে লগইন করেন তাহলে আরো ১০ টাকা বনাস পাবেন। ২য় সাপ্তাহ যদি মোবাইল রিচার্জ করলে ১৫ টাকা বনাস পাবেন। এরকম করে আপনি লাগাতার ৮ সাপ্তাহ বনাস পেতে থাকবেন লেন দেনের মাধ্যমে । আর সবচেয়ে ভালো হবে আপনি যখন একাউন্ট খুলবেন তখন সরাসরি বিকাশ কাস্টমার কেয়ারে ফোন দিয়ে অফার সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন।।
জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
অনেকে জানতে চাই ভোটার আইডি কার্ড ছাড়া জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলা জাবে কি না , তাদের জন্য এই পোস্ট টি
চলুন তাহলে আমরা দেখি কি ভাবে জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম।
১৮ বছর হওয়ার পরেও অনেকের কাছে Nid কার্ড নাই । কিন্তু বিকাশ একাউন্ট খোলার প্রয়োজন হয়ছে। বর্তমানে বিকাশ একাউন্ট সবারই প্রয়োজন। কারন বিকাশ হচ্ছে বাংলা দেশের নাম্বার ওয়ান মোবাইল ব্যাংকিং প্রয়োজনিয় সব কিছু বিকাশে করা যান তো আপনার যদি Nid কার্ড না থকে তাহলে আপনি জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খুলতে পারবেন তবে আপনার জন্ম নিবন্ধনে ১৮ বছর বয়স হতে হবে। ১৮ বছর বয়স না হলে জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খুলতে পারবেন না। জন্ম নিবন্ধনে ১৮ বছর হলে আপনি লোকাল দোকানে মা গেয়ে সরাসরি বিকাশ কাস্টমার কেয়ার আথবা বিকাশ আফিসে ছলে যান। তারা আপনাকে খুলে দিবে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো নিতে হবে
- আপনার পাসপোর্ট সাইজের এক কপি ছবি
- আপনার জন্ম নিবন্ধন কার্ড ( বয়স ১৮ বছর না হলে হবে না)
- আপনার একটা সচল সিম কার্ড
- আপনার মোবাইল ফোন
এ সব ডকুমেন্ট গুলো নিলে হবে আসাকরি আর কিছু লাগবে না
আর সবচেয়ে ভালো হবে আপনে যখন একাউন্ট খুলবেন আগে একটু বিকাশ কাস্টমার কেয়ারে ফোনে যোগাযোগ করে গেলে ভালো হবে।
বাটন মোবাইলে বিকাশ খোলার নিয়ম
হ্যালো বন্ধুরা, অনেকে জানতে চাই বাটন মোবাইল দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম । বা বাটন মোবাইল দিয়ে বিকাশ একাউন্ট কি ভাবে খুলবো। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো কি ভাবে বাটন মোবাইল দিয়ে বিকাশ একাউন্ট খোলবেন। বর্তমান সময়ে সকলের একট একটা বিকাশ একাউন্ট থাকা অনেক প্রয়োজন কারণ হল বিকাশ একাউন্ট থাকলে নিজের প্রয়জনিত সব কিছু নিজে নিজে করা যায়। যেমন মনে করেন কারো কাছে টাকা পাঠানো কারো কাছথেকে টাকা আনা। আপনার নিজের মোবাইল রিচার্জ, অনলাইনে কেনাকাটা, বিদ্যুৎ বিল, শিক্ষা প্রতিষ্ঠানের ফি, আরো প্রয়োজনিয় যা যা আছে সব কিছু বিকাশের মাধ্যমে করতে পারবেন। চলুন তাহলে জানা যাক বাটন মোবাইল দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম। আপনার যদি এন্ড্রয়েড ফোন না থাকে কোন সমিস্যা নায়, আপনি বিকাশ একাউন্ট ব্যবহার করতে পারবেন কিন্তু এন্ড্রয়েড ফোন ছারা বিকাশ একাউন্ট খুলতে কষ্ট হয়ে যাবে। আপনার এন্ড্রয়েড ফোন না থাকলে কি হয়ছে আপনার পরিচিত কারো কাছথেকে পাঁচ মিনিটের জন্য এন্ড্রয়েড ফোন টা নিয়ে সহজেই বিকাশ একাউন্ট খুলে ফেলুন। এন্ড্রয়েড ফোনে পাঁচ মিনিটে একাউন্ট টা খুলে তারপরে আপনি আপনার বাটন মোবাইল থেকে আপনার বিকাশ একাউন্ট ব্যবহার করতে পারবেন। আর যদি আপনে বাটন মোবাইলে খুলতে ছান তাহলে আপনাকে আপনার নিকট বর্তী বিকাশ অফিস বা বিকাশ এজেন্টের কাছে গিয়ে বিকাশ একাউন্ট খুলতে হবে। আপনে আপনার ভোটার আইডি কার্ড আপনার এক কপি ছবি, আর যে নাম্বারে বিকাশ একাউন্ট খুলবেন নাম্বার টা আপনার বাটন মোবাইলে লাগিয়ে মোবাইল টা সহ নিয়ে যাবেন । আসাকরি আপনে এই পোস্ট পড়ে বুঝতে পারছেন বাটন মোবাইল দিয়ে কি ভাবে বিকাশ একাউন্ট খুলতে হয়।